আওয়াজ বিডি
  • জাতীয়
  • রাজনীতি
  • আইন আদালত
  • অর্থ ও বাণিজ্য
  • অপরাধ
  • খেলা
  • সামাজিক মাধ্যম
  • লাইফ স্টাইল
  • ফটো গ্যালারি
  • ভিডিও
  • লগইন
  • ক্যালিফোর্নিয়া
  • নিউজার্সি
  • ওয়াশিংটন ডিসি
  • নিউইয়র্ক
  • হোম
  • সংবাদ
  • নিউইয়র্ক

নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে শেষ হল দ্বিতীয় 'হুমায়ূন মেলা'

আওয়াজবিডি ডেস্ক
সেলিম আহমদ, নিউইয়র্ক
প্রকাশিত হয়েছেঃ সোমবার ৩০ নভেম্বর -০০০১ » আপডেটঃ রবিবার ১৭ ফেব্রুয়ারি ২০১৯ » পড়া হয়েছে: ১৪৩ বার
নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে শেষ হল দ্বিতীয় 'হুমায়ূন মেলা'
ছবি: নিহার সিদ্দিকী

শো-টাইম মিউজিক আয়োজিত দু'দিনব্যাপী হুমায়ূন মেলা শেষ হল সোমবার । প্রয়াত জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ করে গতবছর থেকে শুরু হয় এ মেলা। তবে রোববার এবারের উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ূন পত্নী মেহের আফরোজ শাওনের দাবি অনুযায়ি উদ্যোক্তা সংগঠন এর কর্ণধার আলমগীর খান আলম ঘোষণা দিয়েছেন, আর মেলা নয়, আগামী বছর থেকে শুরু হবে ‘সম্মেলন’।

স্থানীয় সময় সোমবার রাতে উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত মেলার শেষদিনে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে মেহের আফরোজ শাওন জানান, আমেরিকায় জন্ম নেয়া নতুন প্রজন্মকে মেলায় আসতে দেখে তিনি অভিভূত হয়েছেন। আগামীতে আয়োজিত সম্মেলনে তিনি আরো বেশি সংখ্যক তরুণ প্রজন্মের উপস্থিতি আশা করেন।

 

মেলার টাইটেল স্পন্সর এন ওয়াই ইন্স্যুরেন্স এর প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, নতুন প্রজন্ম সন্তানদের সাথে আপনারা বাসায় বাংলায় কথা বলবেন। ওরাতো স্কুলে এবং বাসার বাইরে ইংরেজীতে কথা বলেই। বাংলা তাদের জানা উচিত। আলমগীর খান আলম বলেন, আগামী বছর সম্মেলন আয়োজনে শতভাগ না পরি ৯০ ভাগ সফল হবো বলে আশা রাখি।

 

উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে যখন আমি শিক্ষকতা করতাম, সেসময় আমি ছিলাম শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক। হুমায়ূন আহমেদও ছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। একদিন তিনি আমাকে অনুরোধ করেন বিশ্ববিদ্যালয় কোয়ার্টারে থাকার ব্যবস্থা করতে। আমি যখন দু’মাস পর তাঁর থাকার ব্যবস্থা করি তখন তিনি আমেরিকায় চলে আসেন। তিনি যে এতবড় মাপের একজন ব্যক্তিতে পরিনত হবেন সেদিন কিন্তু কিছুই বুঝতে পারিনি।

 

শেষ দিনে আলোচনা ছাড়াও মেলায় কবিতা আবৃত্তি ও সঙ্গীত দর্শক – শ্রোতাদের মন ছুঁয়ে দেয়। বিশেষ করে হুমায়ূন আহমেদ এর পরিচালনায় নাটকে ব্যবহৃত গান শোনান শিল্পীরা। বিশেষ করে সায়রা রেজা, শাহ মাহবুব ও রানু নেওয়াজের পরিবেশনায় গানগুলো উপস্থিত দর্শক-শ্রোতার মন কেড়ে নেয়। গভীর রাত অবধি চলে অনুষ্ঠান। প্রথম দিন শামীম আহমদ ও দ্বিতীয় দিন পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সেলিম ইব্রাহিম।

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি আওয়াজবিডি ডট কমে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
ফখরুল
সিঙ্গপুর হয়ে যুক্তরাষ্ট্রে গোপন সফর মির্জা ফখরুলের, ক্ষুব্ধ নেতা-কর্মীরা!
যেভাবে নাসায় ডাক পেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী
যেভাবে নাসায় ডাক পেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী
গাঁজা
সার বোঝাই ট্রাকে গাঁজার চালান
সানাই
আটকের পর খোলামেলা ভিডিও মুছে ফেলার ঘোষণা দিলেন সানাই
তিতাস গ্যাস
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজধানীর একাংশে থাকবে না গ্যাস
জাকির
জোর করে সিনেমা হলে মন্ত্রী আনা যায়, দর্শক না: জাকির
ইজতেমা
ইজতেমা মাঠ খালী, ভাড়া করেও সাড়া পাচ্ছেনা এতায়াতীরা
গেইল
ওয়ানডে ক্রিকেটকে গেইলের বিদায়
বাংলাদেশ-আমিরাত চারটি সমঝোতা স্মারক সই
বাংলাদেশ-আমিরাত চারটি সমঝোতা স্মারক সই
আবাহনী
ব্রাদার্সের জালে আবাহনীর গোল উৎসব
আওয়াজবিডি
আওয়াজ বিডি
প্রধান সম্পাদক ও প্রকাশক : শাহ আহমদ সাজ
(৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস) নিউইয়র্ক-১১৩৭২ ফোন:৬৪৬৩০৯৬৬৬৫ সার্কুলেশন ও বিজ্ঞাপন: ৯১৭২৮৮৯৭৯৩ ইমেইল: [email protected] আওয়াজবিডি করপোরেশন লিমিটেড, ইউএসএ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০১৮