/ins>

১০তম আন্তর্জাতিক লোক সঙ্গীত সম্মেলন’ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে এবারের ১০তম আন্তর্জাতিক লোক সঙ্গীত সম্মেলন এর প্রস্তুতি সভা গত ১২ মে শনিবার জ্যামাইকাস্থ্য স্মার্ট একাডেমীতে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক প্রেমী ও সম্মেলন কমিটির প্রধান জনাব এম আমিনউল্লাহ¡। প্রবাসী কণ্ঠ শিল্পী ও সংগঠক সেলিম ইব্রাহিমের সঞ্চালনে প্রস্তুতি সভায় জাতীয় কবির কর্ম, জীবন, দর্শন বহিঃ বিশ্বে তুলে ধরার আলোকে সুচিন্তিত মতামত ও পরামর্শমূলক বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক কথা সাহিত্যিক ফেরদৌস সাজেদীন, বিশিষ্ট বিজ্ঞানী ও মুক্ত ফোরাম এর প্রেসিডেন্ট নজরুল গবেষক দলিলুর রহমান, সাবেক অধ্যাপক ও লেখক দেওয়ান সামছুল আরেফিন, কলামিষ্ট মাহমুদ রেজা চৌধুরী, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোঃ ইলিয়াস রহমান, লেখক সৈয়দ সামছুল হুদা, সাংস্কৃতিক সংগঠক ও লেখক ম. আনোয়ার খন্দকার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি ও শতদল সাংস্কৃতিক সংগঠনের প্রেসিডেন্ট কবির কিরন, সুর ছন্দের অধ্যক্ষ সঙ্গীত গুরু ইমদাদুল হক, সমাজ সেবক ও সংগঠক হাজী আব্দুর রহমান, কুইন্স বাংুলাদেশ সোসাইটির সাবেক সভাপতি তোফায়েল চৌধুরী, বিশিষ্ট কণ্ঠশিল্পী বাবলী হক, রুবিনা শিল্পী, শাহনাজ বেগম, তামান্না হাসিনা ও নূর ইসলাম বর্ষন।
কবি কাজী নজরুল ইসলাম এর জীবন দর্শন এর নিরিখে মুক্ত ফোরাম এর তত্ত্বাবদানে সম্মেলনে এক বিশেষ সেমিনার দর্শকদের মাঝে উপস্থাপন করা হবে। যাতে কবি নজরুলের অনেক অজানা তথ্যের বহিঃপ্রকাশ ঘটবে। দুই দিন ব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে আরো থাকবে নজরুল ইসলামের রচিত কালজয়ী গানের সমারোহে মনমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান কবিতা, নৃত্য, শিশু কিশোর প্রতিযোগিতা ও কবি নজরুল এর কর্ম নিয়ে স্লাইট শো। সম্মেলন উপলক্ষে একটি তথ্য ভিত্তিক স্মরনিকা প্রকাশ করা হবে। স্মরনিকা সম্পাদনার দায়িত্বে রয়েছেন প্রবাসের বিশিষ্ট লেখক কবি কথাকার ও টিভি উপস্থাপক জনাব এবিএম সালেহ উদ্দীন। সম্মেলনটি সবার জন্য উন্মুক্ত থাকবে। সম্মেলন আয়োজক কমিটির প্রধান এম আমিনউল্লাহ সম্মেলন উপভোগের জন্য সকল প্রবাসীদের আমন্ত্রন জানিয়েছেন। পরবর্তীতে সম্মেলনের স্থান ও তারিখ জানানো হবে।

Comments With Facebook