/ins>

সবচেয়ে বেশি সময় এবং কম সময় রোজা রাখতে হবে যেসব দেশকে

আওয়াজবিডি ডেস্ক

শুরু হচ্ছে মুসলিমদের অন্যতম সেরা ইবাদাতের মাস মাহে রমজান। সুবেহ সাদিক থেকে সুর্যাস্ত পর্যন্ত একজন মুসলিম আল্লাহ তালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সকল ধরনের পানাহার এবং খাদ্য গ্রহন থেকে বিরত থাকার নামেই রোজা। এই রোজার ব্যপ্তিকাল একে দেশে একেরকম।

সবচেয়ে বেশি সময় থাকতে হবে আইসল্যান্ডে। যেখানে দিনের মধ্যে বাইশ ঘন্টাই দিন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী সে দেশটির মুসলিম নাগরিকদের এবার ২২ঘন্টাই রোজা রাখতে হবে।প্রায় একহাজার মুসলমানের একধরণের অসাধ্যই সাধন করতে হবে এমন চমকপ্রদ তথ্যই বেরিয়ে এসেছে প্রতিবেদনটি প্রকাশের পরপর।

এর ফলে খাওয়াদাওয়া ও বিশ্রাম বাবদ কেবলমাত্র দুই ঘন্টাই সময় পাবে এবার আইসল্যান্ডের নাগরিকরা। সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার কারণে এ মাসে একবেলা খেয়ে কাটাতে হবে দেশটির নাগরিকদের।

/ins>

অপরদিকে দক্ষিণ গোলার্ধের দেশ অস্ট্রেলিয়ার নাগরিকদের মাত্র নয় ঘন্টার জন্য পানাহার থেকে বিরত থাকতে হবে বলেও জানা গেছে।

/ins>

Comments With Facebook