/ins>

বরগুনায় কালবৈশাখী ঝড়ে বসতবাড়ি-দোকান লণ্ডভণ্ড

বরিশাল ব্যুরো

বরগুনার কালবৈশাখী ঝড়ে বড়ইতলা ও লতাবাড়ীয়া এলাকায় ২০ বসতঘরের আংশিক ক্ষতি ও চারটি দোকান সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে গেছে। এ সময় আহত হয়েছেন চারজন।

বরগুনা সদর উপজেলার সাত নম্বর ঢলুয়া ইউনিয়নে বুধবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে হয়। আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে কালো মেঘ জমতে শুরু করে আকাশে। কিছু সময় পরেই বিষখালী নদীর মধ্যে দিয়ে বাতাস ঘুরতে ঘুরতে প্রবল বেগ নিয়ে বড়ইতলা মুক্তিযোদ্ধা বাজারে আঘাত হানে।

/ins>

ওই বাজারের চারটি মুদি দোকান উল্টে ফেলে দেয়। এতে দোকান চাপায় চারজন আহত হন। তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে একই এলাকার লতাবাড়ীয়া গ্রামে ২০টি বসতবাড়ির আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

/ins>

স্থানীয়রা আরও জানান, ঝড়ে দুই স্থান মিলিয়ে চারটি দোকান সম্পূর্ণ ও ২০টির মতো বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

/ins>

Comments With Facebook