Red Entertainment and Technology

নেইমারকে ছাড়াই দল ঘোষণা করেছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

রাশিয়া ও জার্মানির বিপক্ষে বিশ্বকাপের প্রস্ততি হিসেবে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। সেই লক্ষ্যে সোমবার ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন এই কোচ তিতে। তবে ইনজুরির কারণে দলে নেই ব্রাজিলের সেরা তারকা নেইমার।

আগামী ২৩ মার্চ বিশ্বকাপের আয়োজক রাশিয়ার বিপক্ষে মস্কোতে মাঠে নামবে ব্রাজিল। পরে বার্লিনে ২৭ মার্চ বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে সেলেকাওরা।

এই ২৫ সদস্যের দল থেকেই হয়তো তিতে বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করবেন। আর এই দলে আগের স্কোয়াডের ১৭জন রয়েছেন। বাদ দেওয়া হয়েছে ৬ ফুটবলারকে। নেইমার ছাড়া বাকিরা হলেন, ক্যাসিও, জেমারসন, অ্যালেক্স সান্দ্রো, দানিলো, গুইলিয়ানো ও দিয়েগো।

/ins>

আর দলে নতুন ৮ ফুটবলার হলেন, নেতো, ফাগনার, ফিলিপ লুইস, পেদ্রো গারোমেল, রদ্রিগো কাইয়ো, ফ্রেড, অ্যান্ডারসন তালিস্কা ও উইলিয়ান হোসে।

/ins>

ব্রাজিল দল-

গোলরক্ষক: অ্যালিসন, এডারসন, নেতো।

/ins>

স্ট্রাইকার: দগলাস কস্তা, রবার্টো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, তাইসন, উইলিয়ান হোসে।

মিডফিল্ডার: কাসিমিরো, ফার্নান্দিনহো, ফ্রেড, পাওলিনহো, কুতিনহো, রেনাতো আগুস্তো, অ্যান্ডারসন তালিস্কা, উইলিয়ান।

/ins>

রক্ষণভাগ: পেদ্রো গারোমেল, মার্কুইনহোস, মিরান্ডা, রদ্রিগো কাইয়ো, থিয়াগো সিলভা।

ফুলব্যাক: দানি আলভেজ, ফিলিপ লুইস, মার্সেলো, ফাগনার।

এনএস

Comments With Facebook