/ins>

দেশে শিক্ষাক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে: শিক্ষামন্ত্রী

আওয়াজবিডি ডেস্ক

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে শিক্ষাক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। প্রায় শতভাগ শিক্ষার্থীকে বিদ্যালয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জেন্ডার সমতা অর্জিত হয়েছে। তিনি বলেন, শিক্ষার লক্ষ্য অর্জনে বাংলাদেশ ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।

মঙ্গলবার (১৫ মে) রাজধানীতে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) সম্মেলন কক্ষে ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট-২০১৭/৮’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ইউনেস্কো ঢাকা অফিস এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

/ins>

নূরুল ইসলাম নাহিদ বলেন, মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেয়েদের সংখ্যা বেশি। ২০৩০ সালের মধ্যে শিক্ষার মান উন্নয়নে জাতিসংঘ ঘোষিত এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে বাংলাদেশ।

/ins>

শিক্ষামন্ত্রী বলেন, ‘এই রিপোর্ট থেকে আমরা শিক্ষা নেব। শিক্ষা ক্ষেত্রে আমাদের যেসব ত্রুটি রয়েছে, তা দূর করার চেষ্টা করব। ভালো দিকগুলো গ্রহণ করে আরো এগিয়ে যাব। আমাদের কিছু বৈশ্বিক প্রতিশ্রুতিও রয়েছে। এসডিজি’র সঙ্গে সঙ্গতি রেখে এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, সরকারের উদ্দেশ্য শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া। শিক্ষায় বড় চ্যালেঞ্জ গুণগত মান। এজন্য শিক্ষকদের নিবেদিতপ্রাণ হতে হবে, শিক্ষকতাকে ব্রতী হিসেবে নিতে হবে।

/ins>

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মো. হাসিবুল আলম, ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান বিয়াট্রিস খালদুন এবং বিএনসিইউ-এর সচিব মো. মনজুর হোসেন।

ইউনেস্কো ঢাকা অফিসের প্রোগ্রাম বিশেষজ্ঞ (শিক্ষা) সুন লেই ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট-২০১৭/৮’ বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা পেশ করেন। এবারের রিপোর্টের প্রতিপাদ্য ‘শিক্ষায় জবাবদিহিতা: আমাদের প্রতিশ্রুতি পূরণ।’

/ins>

Comments With Facebook