/ins>

ছিনতাইকারীর কবলে কন্ঠশিল্পী অপূর্ব অপু

বিনোদন প্রতিবেদক

আজ শুক্রবার ভোর ৫ টা ৩০ মিনিটের সময় রিক্সা করে কমলাপুর স্টেশনে যাওয়ার পথে দু’জন মটরসাইকেল আরোহী ছিনতাইকারীর কবলে পড়েন ‘পথে পরিচয়’ খ্যাত সঙ্গীত শিল্পী অপূর্ব অপু। তার সাথে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।

বাধা দিতে গিয়ে কন্ঠশিল্পী অপু রিকশা থেকে পড়ে আহত হন। সাথে সাথে তিনি শাগবাগ থানায় রিপোর্ট করলে তাদের ও রামপুরা থানার কর্তব্যরত এস আই জ্বনাব ইউসুফ গাজী এর সহযোগীতায় খুব অল্প সময়ের মধ্যই অপরাধীরা ধরা পড়ে। এখন তারা রামপুরা থানা হেফাজতে আছে।

কন্ঠশিল্পী অপূর্ব অপু মুঠোফোন আওয়াজ বিডিকে বলেন, ‘ছিনতাই হওয়া আমার ব্যগে থাকা মোবাইল ফোনে ফোন দিলে রামপুরা থানার এস আই ইউসুফ সাহেব আমাকে জানান যে তারা বাইক সহ ছিনতাইকারী আটক করেছেন এবং তাদের কাছে ব্যগটি রয়েছে, থানায় যাতে যোগাযোগ করি। সে মোতাবেক থানায় যাই এবং ছিনতাই হওয়া ব্যগটি সনাক্ত করি।’

/ins>

অফিসিয়াল ফর্মালিটি শেষ হলেই ব্যাগ ফেরত পাবেন বলে জানান অপূর্ব অপু। আর তিনি এখন সুস্থ আছেন।

/ins>

Comments With Facebook