/ins>

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৭; আহত ৬

অনলাইন ডেস্ক

চীনের উত্তর পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের দিহুই শহরে এক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও আরো ছয়জন আহত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর পাঁচটায় যাত্রীবাহী একটি মিনিবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

চীনা গণমাধ্যম সিনহুয়া জানায়, বাসটিতে ১২ যাত্রী ছিলো। বাসটির ড্রাইভারসহ সাত যাত্রী এতে প্রাণ হারায়। আহত পাঁচ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।

/ins>

এনএস

/ins>

Comments With Facebook
সর্বশেষ