/ins>

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রস্তুত ভারতের পেসার সুরাঙ্গা লাকমাল ও তারকা অলরাউন্ডার আঞ্জেলো ম্যাথুস। বৃহস্পতিবার (১৭ মে) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

লঙ্কান ক্রিকেট বোর্ডের ওই বিবৃতি থেকে জানা যায়, দলের ১৭ সদস্যের স্কোয়াডে থাকছেন না করুণারত্নে। তার বদলে স্কোয়াডে সুযোগ দেয়া হয়েছে ৩১ বছর বয়সী বাঁ-হাতি ওপেনার মাহেলা উদওয়াত্তিকে।

এদিকে আরো জানা যায়, ৬ জুন প্রথম টেস্টের আগে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে সফরকারীরা।

/ins>

১৭ সদস্যেরে স্কোয়াড়:

/ins>

দিনেশ চান্দিমাল (অধিনায়ক), মাহেলা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, ধনাঞ্জয়া দি সিলভা, রোশেন সিলভা, আঞ্জেলো ম্যাথুস, নিরোশোন ডিকওয়ালে, হেরাথ, দিলরুওয়ান পেরেরা, অকিলা ধনাঞ্জয়া, জেফর্রে ভানডেরসে, লাহিরুম, কুসন রাজিথা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমরারা, ফ্রেনান্ডো।

এফবিএন

/ins>

Comments With Facebook
সর্বশেষ