/ins>

‘আইরিশ ডে’ উৎসবে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সাথে ক্রাউলি

আওয়াজবিডি,নিউইয়র্ক

গত রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির কুইন্সের একটি পার্টি হলে এক উৎসবে অংশ নেন মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের চেয়ারম্যান ও ডেমোক্র্যাটিক ককাসের প্রধান কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি।অনুষ্ঠানে অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কংগ্রেসম্যান ক্রাউলি।

সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিরোধী বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনা করে ক্রাউলি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের অ-আমেরিকান নীতির জবাব দিতে হবে আসছে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে। কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের বিপুল বিজয় নিশ্চিত হলেই ট্রাম্পের পক্ষে অভিবাসন-বিরোধী কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না।”

/ins>

কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ এ সময় বলেন, “নিউ ইয়র্ক সিটির কুইন্স হচ্ছে সবচেয়ে বেশি অভিবাসীর স্থান। এখানে ট্রাম্পের কোনো নির্দেশ পালিত হবে না-যা আমেরিকার নীতি-নৈতিকতার পরিপন্থি।”

/ins>

এ সমাবেশে প্রবাসী নেতাদের মধ্যে ছিলেন এটর্নি মঈন চৌধুরী,শরাফত হোসেন বাবু, জসিম ভূঁইয়া, ওসমান চৌধুরী, গোলাম ফারুক শাহীন, মোহাম্মদ আতিকুর রহমান ও সাঈদুর রহমান সাঈদ প্রমুখ ।

/ins>

Comments With Facebook